Wednesday, March 18, 2015

অদ্ভূত বিশ্বাস

অদ্ভূত বিশ্বাস
............ঋষি
======================================
মিথ্যুক বললি কেন 
কি বলবো তোকে ,কি বলা যায় 
জীবিত আকাঙ্খার আড়ালে দাঁড়িয়ে তোর নরকবাস
অদ্ভূত বিশ্বাস 
প্রেম নাকি মৃত শরীর পরে থাকে চেতনার পরে  

নিজেকে আয়নায় দেখেছিস কখনো 
একমুঠো আলো ছিটিয়েছিস চেতনার আবির রঙে
রক্তের হলি খেলেছিস দৈনন্দিন বেঁচে থাকায়
চুঁয়ে নামা ,ছুঁয়ে নামা রক্তবিন্দুর আড়ালে 
নিজেকে লুকিয়েছিস
একবার পাগলের মত হেসে দেখেছিস কখনো 
এক পশলা বৃষ্টি বুকে নিয়ে বৃষ্টি দেখেছিস 
কিন্তু  বৃষ্টির জলে ভিজেছিস  কখনো 
একবার একবার সত্যি ভালোবেসেছিস কখনো 


কেতাবি রঙে, স্পন্দনের অছিলায় 
তুই ছুঁয়ে যেতে পারিস দৈনন্দিন  বেঁচে থাকায়
ফুটপাথ ধরে রেলিঙে হাত রক্তাক্ত ক্যাকটাসের নেশায় 
তোর রক্তে চেতনার বাস 
তবে তুই মিথ্যুক নোস বল। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...