Friday, March 13, 2015

বৈশাখ আসছে

বৈশাখ আসছে
............. ঋষি
==============================================

পারদের চোখে উঠে আসে উষ্ণতা
তাপমাত্রা বাড়ছে।
হাওয়ায় হাওয়ায় লেগে আছে উত্তাপের পদশব্দ
বৈশাখ আসছে।
আরো দ্রুত হৃদয়ের কবিতার খানাখন্দ পুড়বে আবার
সময় কাটছে।

স্থির হয়ে আছ  তাই
এক দিন তোমাকে ডিঙিয়ে যাবে সময়ের বাতিস্তম্ভগুলো।
সবকটা অন্ধকার ,নিভে যাওয়া বিকেলের আলোয় চিত্কার
দূরে কোথাও ,দূরে দূরে।

অনিদ্রার প্রস্তাব নিয়ে আসে নিদ্রারা ফিরে যায় রোজ
দূরে কোথাও আলো জ্বলে ওঠে স্বপ্নের গ্রামে।
নরম বালিশ ছিঁড়ে উড়তে থাকে সাদা  তুলো
স্বর্গ নেমে আসে দুচোখের পাতায়
বরফের অবচেতনে শীত নেমে আসে শরীরে।

আকাশের মেঘের মত বদলায় দিন
আমার ভুলগুলো ঝাপসা চোখে দেখা লরির বনেটের চোখ।
বলে দূরে থাকো,আরো আড়াল রাখো
আমি আড়ালে থাকতে চাই বৈশাখের আগুনে ছোঁয়া শিরায় শিরায়।
আরো দ্রুত  চলে যাওয়া সময়ের সফরে
আরেকটু উত্তাপে আমি না হয় একটু পুড়তে চাই। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...