Wednesday, March 25, 2015

তুই ভিজবি বলে

তুই ভিজবি বলে
............... ঋষি
==========================================
ভালোবাসা শব্দটা লেখা আছে আকাশের গায়ে
আকাশে নীল ছিঁড়ে দুচার মুহুর্তের কবিতারা বাঁধন ছাড়া বৃষ্টি।
নেমে আসছে  আকাশ থেকে
আমার কপাল বেয়ে তোর হৃদয়ের তৃষ্ণা নদী।
আজ মেঘলা আকাশে
বৃষ্টি আসছে ,তুই ভিজবি বলে।

বৃষ্টি তুই সৃষ্টি ছাড়া  আমার ভিজে শার্টে
আমার খোলা বোতামে ঝড়ো হাওয়া স্পর্শ আদুল ঠোঁটে।
আমি হাসছি আজ  দুহাত তুলে আকাশে দিকে
আমাকে ভিজিয়ে দে ,হৃদয় ছুঁয়ে দে আজ বৃষ্টি দিন।
নরম আদর ,নরম শহরে আজ ভিজে পথ
আমি একলা প্রেম শহরের পাড়ে।
আর ওপাড়ে তুই একলা এক ঝড়ো হওয়া
ভিজে বৃষ্টিতে।

ভালোবাসা শব্দটা লেখা আকাশের গায়ে
জানলার বাইরে দেখ তুমুল বৃষ্টি রক্তাক্ত পৃথিবীর মাটি।
গড়িয়ে নামছে স্পর্শরা সব বৃষ্টি ধারা
আমার ঠোঁট ছুঁয়ে তোর ভিজে চুলে জলের বিন্দু।
আজ সকাল থেকে আকাশের রং লাল
তুমুল বৃষ্টি ,তুই ভিজবি বলে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...