Saturday, March 7, 2015

কাগজের নৌকো

কাগজের নৌকো
............... ঋষি
=======================================
কি যেন তোমাকে বলার ছিল
অথচ তুমি তাল ঠুঁকে সম্পর্কের পসরা বানিয়ে দিলে।
কিন্তু তুমি কখন নিজেকে সাজিয়ে
আমাকে আরো হারিয়ে দিলে।
চুনরির নিচে ফুল ফুটতে থাকা অনুঘটকের ভিড়ে
নিজস্ব  রসায়ন যৌনক্রমিক আমি
হেরে গেলাম।

ইচ্ছামৃত্যু থেকে ঘুরে আসে আরব্য রজনীর রঙিন নাটকে
কে পাবে আমাকে মৃত্যুর প্রেমে।
কে জড়াবে আমাকে রক্তাক্ত যন্ত্রণার নিরিখে
শখের বাজার থেকে ঘুরে ফিরে এসে।
দৈনন্দিন সাপলুডো খেলা
ওপর থেকে নিচে আবার নিচের থেকে ওপরে।
খেলতে খেলতে , নামাতে নামাতে
আমি মৃত্যুমুখী কল্পনায় খোলা আকাশ।

কি যেন বলার ছিল তোমায়
অথচ তুমি শিশুর হাতে কাগজের নৌকো বানিয়ে দিলে।
কিন্তু তুমি হেরে গেলে অন্ধকার
আর অন্ধকারের হালাল হুলুম একলা আমি।
চুনরির নিচে ফুলের তোরে ভাসতে ভাসতে  ডুবুরি নৌকা
তুমি ডুবিয়ে দিলে আমার অস্তিত্বে
কাগজের নৌকো।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...