Tuesday, March 31, 2015

লোডসেডিং

লোডসেডিং
.......... ঋষি
========================================
তোকে কেড়ে নিয়ে কি করবো
বাজারের মাছের ব্যাগে শুকিয়ে যাওয়া দিনযাপন।
কোথায় রাখবো তোকে
শরীরের থেকে সহস্র প্রকোপে আমার জ্বর।
মোমবাতির নাকি মিছিলে চলে যায়
আর লোডসেডিং অন্ধকার আমার শহরে।

স্তূপ হয়ে পরে থাকা খবরের ঢিপিতে
উইপোকাদের নিত্য ধর্ষণ।
ভীত খবর পাল্টে যায় শরীরের লুকোনো লজ্জায়
খোলা আকাশের নিচে অনামী সভ্যতায়।
হাসি পায় ,হাসি পায়
ভগবান নাকি যুগে যুগে দূত পাঠিয়েছে চেতনার পারে।
সর্বশিক্ষা মিশনের সবুজ ডগা চিবিয়ে খাই
অথচ বোবা সভ্যতায় বদল কোথাই।

তোকে কেড়ে নিয়ে কি করবো
বাজারে সদ্য গজানো নারীকে বলি স্যানি লিওনা।
কোথায় দেখবো তাকে শরীর জ্বর
নীল শরীরে মিডিয়ার সার্চ ইঞ্জিন গর্জে ওঠে মস্তিষ্কের বিক্রিয়া।
আর লোডসেডিং আমার শহরে গা সওয়া
খবরের কাগজের বিক্রি বাড়ছে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...