Monday, March 2, 2015

প্রশ্ন ঈশ্বরকে

প্রশ্ন ঈশ্বরকে
........... ঋষি
========================================
তুই তো ঈশ্বর ,সব জানিস
বলেই ফেল।
কথোপকথন পুরনো ,জানা তোর কত ধানে কত চাল
মজা পাবি কি।
কে জানে জীবনে সময় চলে গেলে ফিরে আসে
হৃদয় বেঁচে থাকে কি।

প্রশ্নগুলো পুরনো উত্তরে নতুন মুখে ওলাওঠা
লেগে থাকা বিবেকের ঘুন।
অনিয়মিত ওঠাপড়া বুকের ওঠবোস
সত্যি স্পন্দন পাবি কি।
পাবি কি খুঁজে বুকের পাঁজরে থাকা ফাঁকা দীর্ঘশ্বাস
আমার বিশ্বাস
উত্তর খুঁজে পাবি কি।

তুই তো ঈশ্বর ,সব জানিস
চুপ কেন।
রোমাঞ্চকতার দরজায় দাঁড়িয়ে সময়ে আলোকপাত
হাততালি দিবি কি।
কে জানে জীবনে সময়ের পাতায় আবারও স্পর্শ
জীবন পাবি কি। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...