Friday, March 13, 2015

বাংলা আমার মা (২)

বাংলা আমার মা (২)
,,,,,,,,,,,,,,,,, ঋষি
=================================================
অপমান কি শুধু লাল টালি
যে আমার বাংলার মাথার উপর চেপে বসে আছে।
আচ্ছা বাংলা কি একটা ঘর নাকি
আসো ,বসো ,খাও ,দাও ,তারপর নাড়াও
ভূমিকম্প হোক উজবুকের মত আমার ঘরে।

ছাদ আর ছাউনির মাঝখানে
যেই গলিটা পরিত্যক্ত।
সেখানে বসে লেখে হয় বাংলার ভাগ্য কথা
ভাগ্য লিপিতে জন্ম নেই অজস্র ভাগ্যবিধাতাদের।
বদলাবে দিন সবুজ ,লাল পতাকায়
খাদ্য নীতি ,পরিবহন নীতি ,সংস্কার নীতি ,কৃষি নীতি ,শিক্ষা নীতি
সর্বপরি রাজনীতি।
বদলাবে সময় নিয়মিত বক্তৃতা ,নারী অত্যাচার ,চুরি ,বাটপারি, রাহাজানি
সর্বপরি মাননীয় আমার বাংলার ধর্ষণে।

অপমান কি বিক্রি লিপি
যে আমার বাংলার শরীর চুষছে রোজ উকুনের মত।
আচ্ছা বাংলা কি একটা শরীর নাকি
প্রথমে ছিড়বে,তারপর খামচাবে ,তারপর নগ্ন করবে বিশ্বের দরবারে
ভুলে যাচ্ছো তোমরা বাংলা আমার মা। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...