Tuesday, March 10, 2015

আয়নার মুখ

আয়নার মুখ
.............. ঋষি
=======================================
প্যারাফিন দুপুরের সান্নিধ্যে
কয়েকশো  ইতিহাসের রঙচটা সাক্ষী এই অপেক্ষা।
নিজস্ব আয়নায় দেখা আমার শহরের মুখ
শহর নাকি বদলে গেছে অলিতেগলিতে
মনের খোঁজে  চেনা সংকোচে গভীরতার দুঃখ।

তোকে মনে করলেই
বুকের মাংস পেশির কোনো প্রাচীন স্তবকে শতাব্দীর শোক।
বুকের চেনা ছন্দে বহবান রক্তবাহকেরা
কেমন যেন লজ্জিত হয়ে মাথা খোঁড়ে সভ্যতার গায়ে।
আবর্তন থামতে চায় আর প্রত্যাবর্তন জরুরী
হৃদয়ের প্রতি শিরায় কয়েকশো ডেসিবেলের পৃথিবীতে নরকবাস।
তোর আমার একসাথে
শহরের প্রতি কোনায় অসংখ্য ছোট বাসস্টপে।

আনত চোখে দেখা চেনা  আয়নায়
ভীষণ চেনা তুই আমার শহর।
কফি হাউস,প্লানেটরিয়াম,মিউজিয়াম ,ধর্মতলা
ফুচকা ওয়ালা ,কফি সপ ,নন্দন সবটাই কেমন ধোঁয়াসা লাগে
তোর আয়নার বদলানো আমার  মুখ।



No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...