Thursday, March 12, 2015

মন ভালো নেই

মন ভালো নেই
............. ঋষি
======================================
জ্বলন্ত অবচেতনে
সবটুকু জড়িয়ে যাওয়ার ফাঁকে
কিছুটা স্পর্শ সুড়সুড়ির মত সারা শরীরে পরিবাহী।
নিজস্ব সংবাদদাতার খবর
আজ মন ভালো নেই।

মন ভালো নেই ,মন ভালো নেই
কয়েকশো মাইকের চিত্কার মাথার ভিতর।
বাঁচতে হয় নয়তো পিছিয়ে পড়তে
আমি ভাবছি ,বেঁচেই তো আছি।
অনেক দূরে ভিন গ্রহের কবিতারা আকাশের পাখি
নীল আকাশ ধরে হাঁটতে হাঁটতে
মনের দেশে।
কি রে মন তুই ভালো নেই
কি রে মন তোর কি হয়েছে
প্লিস দুঃখ পাস না ,দুঃখ যে হৃদয়ের সাথী।


আবার কল্পনায়
নিজের ক্যানভাসে সাদা রং ঢালি।
মিশে যায় সাদা আরো সাদা বিবেকের সাথে
আর তখনি মাথার ভিতর প্রলয়
আজ মন ভালো নেই।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...