Friday, March 27, 2015

পরিবর্তনের কবিতা

পরিবর্তনের কবিতা
................ ঋষি
=====================================
প্রতিটা প্রতিবাদের রঙ লাল
আজ থেকে নয়, পৃথিবীর বিপ্লবের বলছে সে কথা।
ইতিহাস কোনো বই নয়
মানুষের প্রাচীন অস্তিত্বের কঙ্কাল।
অথচ কঙ্কাল মিশে যায় মাটিতে বিশ্বের অহংকারে
আসলে মৃত্যুর কোনো জায়গা নেই বেঁচে থাকায়,
অথচ বেঁচে থাকা মানে জীবিত নয়।

অথচ জানো ইতিহাস বলছে
প্রতিবাদ কখনো আসে না জন্মের সাথে।
নিত্য দৈনন্দিন বেঁচে থাকার যন্ত্রণার নাম বিপ্লব
তবে এটা ঠিক বিপ্লব মাঝে মাঝে ঘুমিয়ে পরে ,
একটু চেতনার দরকার।
একটু ঝাঁকানো দরকার
বিপ্লব জাগবে ঠিক যখনি দেওয়ালে ঠেকবে পিঠ।
প্রতিটা বিপ্লব এসেছে মানুষের রক্তে
আর পরিবর্তনের জন্য বিপ্লবের জরুরী,
যেমন জরুরী আমাদের একটা মেরুদন্ডের।

প্রতিটা বিপ্লবের রঙ লাল
আজ থেকে নয় ,প্রাচীন বিশ্বের ইতিহাস বলছে সে কথা।
তবে কি আমরা ইতিহাস ভুলে গেছি
তবে আর কতদিন ,কবে সোজা  বিশ্বের মারুদন্ড।
একটা বিপ্লব ভীষণ দরকারী
নিজেকে মানুষ বলার তাগিদে,
কিংবা মনে করতে আমরাও জীবিত।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...