Saturday, January 9, 2016

এরা হোমোস্যাপিয়ান

হোমোস্যাপিয়ান
..................... ঋষি
=====================================================
আমার বুকে চাপ চাপ রক্ত
সময়ের মন্থনে উঠে আসা অস্তিত্ব সংকট মানুষ।
ধানক্ষেতে জলের মত প্রয়োজন বৃষ্টি
রক্ত স্নাত সময়ের ঠোঁটে ঠোঁট রেখে চুষে নিচ্ছি  জীবন।
একে অপরের সাথে চুম্বনরত
বাড়তে থাকা হৃদয়ে বাঁচতে থাকার লোভ।

জীবন চুষছি ,চুষছি সময়ের ম্যাগাজিনের বুলেটের যন্ত্রণা
তবুও কোথাও কোনো পরিবর্তন নেই।
পরিবর্তন শব্দটা সভ্যতার বুকে ক্রমশ বিলোপের কান্না
আর কতদিন ,আর কতকাল
আমরা মনুষত্বের বদলে মানুষ মানুষ খেলবো।
আর কত সময় ,আর কটা জীবন
আমরা ধর্ষণ বলে ছুঁড়ে দেব কুমারীকে নতুন জন্ম বলে।
সময়ের ঘড়িতে টিক টিক
ক্রমশ পুড়তে থাকা অস্তিত্বের ঘরে পিপুফিসু সভ্যতা।
হাসতে পারছি না ,বলতে পারছি না ,মরতে পারছি না
শুধু মৃতের অভিনয়ে জীবন খুঁজে মরছি

আমার বুকে চাপ চাপ রক্ত
জানি না কবে এই ক্ষতের নিরাময় সম্ভব মানুষের ডিক্সানারীতে শান্তি।
স্বর্গের পারিজাত চুরি করে আর কত পারফিউমের গন্ধে
হাসাবো সময় চোখের কোনে নোনতায়।
আর কত মানুষের বিবর্তনকে মিউজিয়ামে দেখে সন্তানকে বলবে
এরা   হোমোস্যাপিয়ান। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...