Friday, January 8, 2016

অন্য অনন্যায়

অন্য অনন্যায়
.............. ঋষি
================================================
সঠিক শব্দ পেলে নিজেকে ইশ্বর মনে হবে
আর তোকে মনে হবে যন্ত্রণা।
শব্দগুলো জুড়ে এক আকাশ অনুভবের নৌকোর মাঝি তুই
অদ্ভূত এক প্রাকৃতিক রাত তোর চারপাশে।
মনোমুগ্ধকর আকাশের চাঁদ তোর  প্রেমে আগুনে ঝাঁপ
রাজপুতানার শেষ সূর্যাস্ত তুই।

তোকে পড়তে পড়তে কখন যেন সময় ফুরিয়ে যায়
আকাশ থেকে নেমে আসে একটা অশান্তির মত মৃতদেহ।
তোর ভাষায়
রক্ত নেই... লাশ পচা গন্ধ নেই... মাছি ভনভন করছে
একটা অয়েল পেন্টিং এর একটা শরীর।
সুন্দর মন মুগ্ধকর
সুন্দর অবয়বে ফুটে ওঠা অদ্ভূত জাবরকাটা পরিবেশ।
ঠোঁটের সাথে ঠোঁট ,তারপর গভীর নিঃশ্বাস
ঘুম ভেঙ্গে যায়।
তোর সারা ঠোঁট মাখা রক্ত
সময়ের উপযোগী কোনো থেমে থাকা শরীর মাংস তোর দাঁতে।

সঠিক সময় পেলে নিজেকে মৃত মনে হয়
তোর মতন কোনো বিপ্লবী স্বত্বার বেঁচে থাকা হল্কা হয়ে।
আর বর্ণগুলো জমা করে এক বর্ণপরিচয়
একে তুই  চুরি বলতে পারিস।
তবে আমি বলি মুগ্ধকর কোনো স্থপতির ভাস্কর্য্য
আকাশে মুখ লোকানো কোজাগরী রাত। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...