Thursday, January 7, 2016

ভাবনার বলয়

ভাবনার বলয়
................. ঋষি
================================================
মন কখনো নির্দিষ্ট কিছু বলে না
শুধু অপেক্ষায় থাকে
অন্যমনস্কতায়। ,
হয়তো অপেক্ষা আছে বলেই সকলে বেঁচে
সে সুদিনের হোক ,কিংবা শুভ মুহুর্তের
জীবন যে জীবিত থাকতে চায়।

আজ থেকে বলছি না আমি পিছিয়ে গেছি সময়ের সাথে আরো পিছনে
জীবন থেকে যারা মুছে গেছে ,আর যারা রয়ে গেছে
তাদেরকে দাঁড়ি পাল্লায় তুলি
কিন্তু কেন যেন পিছনটা ভারী হয়ে যায়
আর সাথেরটা হারিয়ে যেতে চায় বারংবার স্মৃতিদের রোমন্থন
হয়তো বা কোনো অপেক্ষা
বেঁচে থাকায় সুদিনের নতুন সূর্য দেখার
বেঁচে থাকায় সুদিনের নতুন অস্তিত্ব খোঁজার
এগিয়ে যাওয়া গন্তব্যের শেষ ঠিকানায়
একটু হাসতে আমরা সকলে চাই

মন কখনো নির্দিষ্ট কিছু বলে না
শুধু সাথে থাকে
অন্য গভীরতায়।
হয়তো মন আছে বলেই জীবিত ভাবনা হয়
ভাবনার বলয় ,
রাশি রাশি স্তব্ধতা আর সাত রঙ্গা কোনো রামধনু স্পর্শ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...