Wednesday, January 27, 2016

শ্বাশত তোমাকে (১৬)

শ্বাশত তোমাকে (১৬)
.................... ঋষি
=====================================================
শ্বাশত বুকের ভিতরে আজকাল জ্বালা ভাব
নির্দিষ্ট কন্ঠি বদল সভ্যতায়।
আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় আমিও ভিজি সময়ের সাথে
সময়ের পায়ে পা মিলিয়ে আমিও হয়ে যায় নীলকন্ঠ।
সময়ের উঠে আসা বিষে আমি মেতে
হয়ে যায় তোমারি মত।

গলায় ঝোলান ধর্মের তাবিজ তবু শ্বাশত
তুমি বোঝো বাঁচা মানে নিজেকে কি করে আরো সেলফিস করতে হয়।
তোমার প্রিয় প্রেমিকারা যাদের তুমি সময় সুযোগ মতন জল দেও
ওরা কারা ?
তুমি বল বান্ধবী
আর আমি বুঝি সময়ের শরীর যাদের বেশ্যার মতন  তৃষ্ণা বাঁচা ।
তৃষ্ণার্ত জেসাস জানতেন বেশ্যাদের কাছে তৃষ্ণা কলস
তুমিও এই সময়ের জেসাস
অথচ তুমি তৃষ্ণা বোঝো না
বোঝো শুধু শরীর।

শ্বাশত বুকের ভিতরে আজকাল জ্বালা ভাব
বুকের গোপন কুঠরিতে যেখানে তুমি আগুনে পুরুষ ছিলে একদিন
আজকাল মনে হয় তুমিও হয়তো শুধু  শরীর ছিলে।
আমি যখন আজকাল ফেস আর বুক খুলি দেখি তোমার মতন অবিরাম শরীর
যাদের বীর্যরা ক্রমশ নিষিক্ত করতে চাইছে শরীরের রিপুকে
আমার মনে হয় এই সময়টা শুধু শরীরের ,হৃদয়ের না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...