Wednesday, January 6, 2016

মনখারাপের পাশে

মনখারাপের পাশে
................. ঋষি
==============================================
অভিনন্দন একটা থাকে
প্রতিটা বেঁচে থাকার রোগে অভিমানের মতন।
তোকে অভিনন্দন দেবো না
তবে সেটা একরকম অভিমান হবে।
বরং তোকে ভেবে আমার কলমে উঠুক যন্ত্রণা
আমার শহর দাঁড়িয়ে মনখারাপের পাশে।

কয়েক হাজার বর্গমিটার শহরের সবটাই দামী পোশাকের কুয়াসা
কুয়াসা মোড়া শহরের কোথাও এক ফালি দৃশ্য নেই।
সবটাই দৃশ্যের বাইরে
অনেকটা অনুভূতির মতন কিছু একটা শীতের পোশাকে রাখা।
একটা শিরশিরে শিহরণ মন খারাপ তোর
আকাশে বাতাসে হাজারো ব্যস্ততা ফাঁকে কেমন একটা বিষন্নতা।
বাতি নেভা ক্রমশ আসন্ন সময়ের পালাবদলে
শহরের রাস্তায় একলা হেঁটে চলা অস্তিত্বদের কান্না।
ছুঁতে চায় ,বৃষ্টি আসতে পারে
কাল আরো বেশি ঠান্ডা
সত্যি মনখারাপ তোর

অভিনন্দন একটা থাকে
আগত শীতের ঝরে পড়া শুকনো পাতার কান্না।
সত্যি তোকে অভিনন্দন দেব না
বরং দেব এক আকাশ সূর্যের মুহুর্তের অধিকার।
তোর বুকের ফাঁকে জমে যাওয়া জল
আজ বৃষ্টি নামুক সারা রাত আমার শহরে।  .

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...