Thursday, January 21, 2016

সমুদ্রের শব্দে

সমুদ্রের শব্দে
.................... ঋষি
================================================
সবটুকু জীবনের উপর আছড়ে পড়লো নোনা ঢেউ
বৃষ্টি হবে নাকি।
বহুদিন বৃষ্টি হয় নি শহুরে জীবনের ফুরসতে
বহুদিন শুনতে পাই নি সমুদ্রের গম্ভীর স্বর।
আসলে বকে নি বহুদিন আমাকে কেউ
একটু বিষন্নতার প্রয়োজন।

একটু বিষন্নতা দেবে চলন্তিকা
ভালো লাগছে না জীবনে মাইলেজে ফোরাতে থাকা প্রেমে।
ভালো লাগছে না অনবরত গাধার মতন একলা দাঁড়িয়ে ভিজতে
আমার হাত ধর প্লিস।
চল একবার সমুদ্রতটে যাই
চল না একবার পাশাপাশি বসি সমুদ্রের বালিতে নুনের পাতে।
চল না একবার খেয়ে আসি সমদ্রের মাছ
একি ঠোঁটে ,একই রাতে।
দূর দূর সমুদ্রের ঢেউএ জোনাকির ভিড়
ফসফরাস সব মাছ বস্তির জীবন।

সবটুকু জীবনের উপর আছড়ে পড়লো নোনা ঢেউ
বৃষ্টি হবে নাকি।
বহুদিন বৃষ্টি নেই এই শহরে
শুধু শহর জোড়া বড় বড় হোডিঙ্গে সভ্যতার বিষন্নতা।
আমারও বিষন্নতা চাই চলন্তিকা তোর সাথে
একলা থাকার ,সমুদ্রের শব্দে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...