Friday, January 15, 2016

কেমন আছি

কেমন আছি
................. ঋষি
==========================================
কেমন আছো
এই গল্পের সুক্ষ থেকে সুক্ষতর ফাঁকগুলোই ভীষণ দামী।
সেটা তুমিও জানো
তারপর কি করি বলি সবকিছু হিসেব মাফিক।
ওঠা ,পরা ,ভাঙ্গা ,গড়া জীবন সামুরাই
নিয়ম মাফিক।

সন্ধ্যের কোল ঘেঁষে ফুরিয়ে যাওয়া শীতের আদরের ডাক
সময়ের মতন।
সূর্যাস্ত থেকে চাঁদ ওঠার মাঝের সময়টাতেই নিশ্চিন্ত থাকা
ব্যস্ত আছি।
কিন্তু যখন  দিন ,রাত্রি নিজেদের সামলাতে ব্যস্ত
বুঝতে পারি না ,
মনে হয় বয়স বেড়ে গেছে ,
তাই গোছাতে পারি না।
কেমন আছি ?
কিছুটা কৌতুক ,আর অতৃপ্তি পথ দেখিয়ে চলে যায়
জীবনের ঘামে অতি সাধারণ দামে
আড়ালে টেনে বুঝিয়ে যায়  ভুল ভ্রান্তি ,আর  প্রয়োজন
বেঁচে আছি ।

শিখছি. শব্দ ,বর্ণ, অর্থ ,নির্বাক কায়া
তারপর দেখছি, পুরোটাই "শূন্যতা" ক্রমশ ক্লান্ত শরীরে।
ঘুম পাচ্ছে ,আসছে না কিছুতেই
তাই পাতা উলটে শুরু করার তোড়জোড় করি।
পুরনো পাতাগুলো জোর করে হারিয়ে ফেলি
তারপর কখন যেন রাত্রি ,অন্ধকার।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...