Tuesday, January 19, 2016

মন খারাপ

মন খারাপ
..................... ঋষি
====================================================
জানি একটা শব্দ অষ্টপ্রহর মাথার ভিতর বাকুম বাকুম করে
মনখারাপ।
কি জানি এক ব্যতিক্রমী দারুন ঝড়  ভাসিয়ে নেয়
মনখারাপ।
কোনো শব্দ ছাড়া জব্দ হৃদয়ের ঘরে চিনচিনে ব্যাথা
মনখারাপ।

এমন থেকে এমন আকাশ ছাড়িয়ে আরো গভীরে কোনো ইচ্ছা বেলুন
আকাশ ভাবা কল্পনায়।
মাঝে মাঝে নিজেকে ইশ্বর মনে হয়
দেশজ কান্নার নুনে একটু বদহজম করে  বেজন্মা হয়।
মাঝে মাঝে নিজেকে প্রতিবাদ মনে হয়
বিবেকের দর্পনে লুকিয়ে দেখা নিজের মুখে অসংখ্য পোড়া ছোপ।
মাঝে মাঝে নিজেকে ভয় করে ভীষণ
মনে হয় যদি একলা হতে হতে হারিয়ে যায় জীবন থেকে।
তখন বুঝি মনখারাপ
কোনো শব্দ নয় একটা জব্দ সময়।

জানি একটা ঘ্যানঘ্যানে বিড়ালের ডাক পিছু ফেরে ঘরে
মনখারাপ।
কি জানি এক ভয়ার্ত চিত্কার নিজের টুঁটি নিজেই খামচে ধরে
মনখারাপ।
কোনো অর্থ  ছাড়া জব্দ হৃদয়ের ডেসিমেলে আলাদা মাপ
মনখারাপ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...