Thursday, January 21, 2016

গভীর ভাবনায়

গভীর ভাবনায়
................ ঋষি
========================================
যতটা বৃষ্টির সাথে তোমার দেখা হবার কথা ছিল
চলন্তিকা কোথাই পাবে তারে অসময়ে।
শীতের বৃষ্টি শরীর খারাপ হবে
তাই বলি ভিজো না শোনা নিশাচর হও.
হলুদ চোখে খুঁজে নিও
এক খিদের পৃথিবী।

এমন করেই আবর্তিত হয় ভাবনারা
দেওয়াল গড়া মেকি ইতিহাসের সাথে সন্ধি জীবন।
এমন করেই তো তৈরী হয় বড় বড় স্কাইস্ক্র্যাপার
এক একটা স্কোয়ার ফিটে জীবন।
বিছানা বালিশ সম্বল ভাবনার জীবন
নুন আনতে পান্তা।
তার সাথে একটু কাঁচালংকা আর সর্ষের তেল
জীবন হাউস ফুল।
যাকে বলে জমে একবারে ক্ষীর ভাবনা ছাড়া
জীবনের আচার।

চলন্তিকার তোমার ভাবনারা বলে আমি নাকি মহাকাশচারী
অথচ ঘুমের মধ্যে আমি দেখতে পাই সবুজ শহর।
কিন্তু শহর ভাঙছে রিখটার স্কেলের আজব গন্ডী
সেই গন্ডী ভেঙ্গে চৌকাঠ পেড়োনোর  ইতিহাস।
পৃথিবী পুড়ছে  রাবনের ক্রোধে
আর তুমি  গভীর ভাবনায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...