Thursday, January 21, 2016

সারাক্ষণ তোকে

সারাক্ষণ তোকে
........................ ঋষি
============================================
সারাক্ষণ নিজেকে যন্ত্রণা দিয়েছিস তাই
ভেবেছিস কেটে যাবে।
যেমন কাটে দিন ,মাস ,বছর ,ক্যালেন্ডারের পাতারা
ঠিক তেমন করে তোকে কাটতে দেব না।
হয় কাটা ঘুড়ি  করে দেব
নয় পাখি।

তোকে পাখি বলে ডাকবো ভেবেছি
খাঁচার পাখি।
এক আকাশ মেঘ কল্পনায় যখন তোর খাঁচায় বিষন্নতা
তখন আমি তোর নোনতা জল চোখের পাতায়।
এক চিলতে আকাশ ধরার নেশায়
তুই যখন পাগলপাড়া।
তখন আমি তোর  ভাবনার ফল
এক প্রেমিক।
এক জীবন কল্পনায় চলন্তিকার তোর সাথে অন্য দেশ
ভালোবাসি কথাটা আজকাল লাগে বেশ
নেশার মত।

সারাক্ষণ নিজেকে যন্ত্রণা দিয়েছিস তাই
ভেবেছিস বর্ম পরে জীবন ঢাল তলোয়ার হীন তালপাতার সিপাই।
সিপাই যুদ্ধে নামে হারে বারংবার
আবার ফিরে আসে সকালে আবার হারবে বলে।
না ঠিক এমন না
আমি এমন করে তোকে আর হারতে দেব না।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...