Friday, January 8, 2016

ডারউইন তত্ব

ডারউইন তত্ব
............ ঋষি
==================================================
এক অজুহাতে নিজেকে কাঠগড়াতে দাঁড় করে দেখেছি
শীত এলো এবার বেশ কয়েকসপ্তাহ দেরী করে ,আরো শীত চাই ,আরো ঠান্ডা।
না মন ভরছে না
শাবুলদা তখন থেকে একলা দাঁড়িয়ে কাঁপছে খোলা গঙ্গায়।
বাবা নেই আর এই শীতে বেঁচে তার
আর এই দোষ আমি কাকে দেবো।

ঝকঝকে একটা কাঁচের দেওয়াল বেয়ে গড়িয়ে নামছে স্নেহ
কফিশপের খোলা ছাদের নিচে দুপুর খুঁজছে কোনো স্বত্বা।
কতগুলো স্বত্বাকে ছুটি দিয়েছি অনেক আগে
কতগুলো জড়োসড় বুকের বারান্দাতে হনুমান টুপি পরে।
কেমন একটা বাদর বাদর নিজেকে আয়নায় দেখলে
স্বত্বার ভিড়ে আমাদের পূর্বপুরুষের মৃত্যুকে দেখতে পাই,
লেজ ছাড়া আমরা বাদর সবাই।
সামনে তাঁবু খাটিয়েছে সার্কাসের আনন্দের ইচ্ছে
এই ইচ্ছের বাইরে টিকিট কেটে  সার্কাস দেখছি সবাই।
কে কার ,যে তার
সার্বিক আনন্দের মঙ্গলে শাবুল দাদা এখন বোধ হয় কাঁদছে
মাথার উপর দিয়ে তাঁবু সরে গেল।

এক অজুহাতে নিজেকে কাঠগড়াতে দাঁড় করে দেখেছি
এই অধিকারে আমাদের মৃত স্বত্বার সদ্গতির।
না মন ভরছে না দোষ দেবো কাকে ?
নিজের মাঝে নিজেকে খোঁজার গল্পটা একটা জনপ্রিয় কিসসা।
কিন্তু সময়ের অধিকারে
স্বত্বাদের মাঝে ডারউইন তত্ব কাজ করে না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...