তবু মনে রাখিস
.............. ঋষি
================================================
তবু যদি আসতে চাস
চলে আসিস ।
এই অঙ্গীকার জীবন বুকের বোতাম খোলা আগুনে
তোর ঠোঁটের স্পর্শ।
এক মেঘ সময়কে আমি তো টাটা বলেছি কবে
শুধু সময়ের বৃষ্টিরা এখন আমাকে ভেজাচ্ছে।
অদ্ভূত একটা স্বভাব আমার
যা ফেলে এসেছি তাকে মনে করতে চাই নি কখনো।
এমনকি আমার জন্মকে রেখেছি গাঁট ছাড়া হিসেবের বাইরে
আমার জন্ম আকাশে,
আমার জন্ম সময়ের নিপুন ফোঁড়ে সুঁচ আর সেলাইয়ের সুতোতে।
আঘাত ছাড়া মানুষ হয় না জানিস
যেমন হয় না জীবন স্পর্শের কোনো হিসেব ছাড়া।
অথচ জীবন আমি সর্বদা বেহিসাবী
আমার বোতাম খোলা ভাবনারা সময়ের হাওয়া
আমাকে ভাসায়
যেমন বাঁচায় আমাকে তোর কবিতা
তবু যদি আসতে চাস
চলে আসিস ।
এই স্বপ্ন সফরে নাই বা হলো কোনো সর্বজান্তা পথ
নাই হলাম আমরা পরিচিত পথিক।
তবু হাত রেখো হাতে অসীম দীর্ঘশ্বাসে
তবু মনে রাখিস ।
Wednesday, January 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment