Thursday, January 14, 2016

সময়ের মীরজাফর

সময়ের মীরজাফর
.................... ঋষি
=================================================
অবিশ্বাসের বইটা খুলে দেখলে  বিশ্বাস করতে বাধ্য হই
কথা দিয়ে কথা না রাখা ইতিহাস
 অভূতপূর্ব ডিগবাজি ।
মীরজাফর মরে গেছে বেঁচে আছে পলাশী আজও
পলাশীর কামানের সামনে দাঁড়িয়ে হতভাগ্য সিরাজদৌল্লা
আর রক্তাক্ত মুর্শিদাবাদের মাটি।

সাক্ষী,সাক্ষী,সাক্ষী ,অবিশ্বাসের সাক্ষী
রক্তাক্ত হৃদয়ের দর্পনে সময়ের চালাক আলিঙ্গন।
প্রেমের বুক ,সময়ের শরীর
ক্ষনিকের ইতিহাস
আবার সিরাজদৌল্লার মৃত্যু বারংবার যতবার অবিশ্বাস।
সময়ের সাথে তাল মিলিয়ে বাড়ন্ত সময়ের  মিথ্যে
খিদের ভাতে বাড়তে থাকা কাঁকড়।
সঠিক শব্দের খোঁজ পেলে, এরপর সময়  তর্ক করতে ভুলে যাবে
তাতে কার কি?
যুক্তি কে ঘাড় ধাক্কা দিয়ে নির্বাসিত করা হয়েছে.
কেও মনে রাখেনি কারণ মানুষের বিশ্বাসে ধর্ম ।

অবিশ্বাসের বইটা খুলে দেখলে  বিশ্বাস করতে বাধ্য হই
রক্ত নেই, লাশ পচা গন্ধ নেই,আছে কথারা।
বাড়তে থাকে হাতে হাত রেখে সংসারের ধর্ম
বর্মের মত সম্পর্কের চাবি।
বদলে যাচ্ছে সময় ,দেখতে পাই না সময়ের আয়নায়
মানুষের মুখ কিংবা বিশ্বাসী মানুষ।   

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...