Thursday, January 28, 2016

যদি ভাবি চলন্তিকা

যদি ভাবি চলন্তিকা
................... ঋষি
=========================================
পাবো পাবো না করে পেয়ে গেলাম তাকে
যেমন দিন আসে আবার চলে যায়।
ঠিক তেমন
সময়ের হাত ধরে কলমের নিবে থাকা চলন্তিকা।
তোকে ভাবতে ইচ্ছে হয়
ইশ তুই যদি আমার নেশার জীবন হতিস।

ব্রেক ফাস্ট , লাঞ্চ , ডিনার তোর সাথে
আমার সর্বস্ব জীবন একসাথে।
যদি এমন করে কাটাতে চাই চলন্তিকা পবিত্র পথে
যদি আকাশ থেকে নেমে আসে ক্রুশ
আমি রক্তাক্ত হই।
তবু রাজি চলন্তিকা
একবার না বারংবার বয়ে চলবে সেই সময়ের ভারটাকে।
নিজের গভীরে সময়ের সাজে
ঈশ্বর তুমি প্রেমের অবুঝ রূপ।

যদি ভাবি চলন্তিকা আমি তোর চোখের কাজল
ইচ্ছে নদীর ছোঁয়ায় চোখ টলমল অবিরাম শান্তি।
যদি ভাবি তোকে আমি তোর নিশ্বাসে
কোনো স্বাধীন বার্তার মতন পবিত্র  সময়।
তবে তোকে জড়িয়ে নিতাম
আর কানে কানে বলতাম তুই আমার আদর। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...