Wednesday, January 6, 2016

জীবনের কিছুটা

জীবনের কিছুটা
............... ঋষি
===========================================
জীবনে তো কতকিছু ঘটে
তার কিছুটা থাক না আলোক আঁধারিতে,দৃশ্যের বাইরে।
আসলে জীবনের স্কোপ খুব কম বেঁচে থাকার
তাইতো একটা চিরকালীন আবেদন আছে রূপকথার।
তাইতো একটা ছায়া মোড়া অরণ্যের দুপুরে
পা দিয়ে হাঁটায় অদ্ভূত সুখ আছে।

জীবন তো একটা প্রকৃতির  মতন
অরণ্যের অসংখ্য নিস্তব্ধতায় উপলব্ধি প্রিয় প্রকৃতি।
সকলে সেই প্রকৃতির প্রেমে পরে
ঋতুকালীন অমাবস্যা কারোর মনে থাকে না।
অথচ সময় সময় পাতা ঝরে
খুব গভীরে মারাত্নক বৃষ্টি ঝড়।
হৃদয় উর্বর কিংবা খরা সেই মরুভূমির মতন
কখনো ফুল ফোটে এক বাগান ভরা গোলাপের সুবাস।
কখনো বাসি রজনীগন্ধার কুরূপ দর্শন চলতে থাকায়
কখনো সকাল নতুন একটা আনন্দ শিহরণে।
তারপর রাত্রি পরম প্রিয় মুহূর্ত
উল্টো ঘটে যায় যখন তখন ।
চোখে ঘুম নেই
আর সকালের সূর্য থেকে ,সূর্যের তাপ পরমপ্রিয়।

জীবনে তো কতকিছু ঘটে
আর প্রত্যেকে সেই ঘটে চলা প্রকিতিকে লুকিয়ে রাখে।
ক্ষতি কি এই লুকিয়ে রাখাতে
মুক্ত সেও ঝিনুকের পেটে লুকিয়ে থাকে।
প্রকৃতি ও জীবন সবুজ হোক এই টুকু চাওয়া
আর পাওয়াটা না দৈনন্দিন অজানাতে থাক। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...