Wednesday, January 13, 2016

পুতুল মানুষ

পুতুল মানুষ
................. ঋষি
===========================================
একটা সিদ্ধান্ত নিতে হবে
নিজেকে নামিয়ে এনে প্রতিশ্রুতি দেওয়া
বাঁচতে চাওয়ার লোভ বুকের আঁচড়ে নির্বাক আমি।
নিজস্ব ফটো মিডিয়াতে নামতে নামতে
অসংখ্য মুখের মাঝে  একটা মুখে রক্ত লেগে আছে
তৃষ্ণার্ত সময়ের অলংকার।

সিদ্ধান্ত একটা নিয়ে নেবো
খালি পায়ে হেঁটে যাওয়া পথের উপর পায়ের ছাপ
রক্তের।
আবার চটি পরে নেবো
সহ্য হচ্ছে না সময়ের বুকে মাথা রেখে স্পন্দন গোনা।
সহ্য হচ্ছে না নিজের ফুসফুসে ক্রমশ কালো ছোপ
নিকোটিন।
সিগারেটের পোড়া ঠোঁটে অসংখ্য না বলারা
চুমু খেতে চায়।
আমি কি ভিখারী হয়ে গেলাম
সময়ের হাতে আমিও কি খেলনা পুতুল।

একটা সিদ্ধান্ত নিতে হবে
পাতা ঝড়া শীতের বিকেলে শুকনো পাতাদের বিলাপ।
কান পেতে শোনা পদশব্দে আমন্ত্রনের অহংকার
নেমে গেছি নিচে বেওয়ারিশ আন্দাজে।
নিজস্ব মাইক্রন স্পিকারে রাখে কালের গান
হয়তো কলের পুতুল মানুষ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...