Wednesday, January 20, 2016

হিসেবের সাথে

হিসেবের সাথে
..................... ঋষি
===============================================
নিয়মের অনিয়মিত মালভূমি
হিসেবের দেরাজ খুলে বন্ধ বুকের কেবিনে।
সোনালী আকাশ
আকাশ কি কখনো সোনালী হয় প্রশ্ন করেছি বহুবার।
হিসেব পাই নি ,শুধু ইচ্ছা পেয়েছি
সত্যি যদি আকাশ স্বপ্নের মতন সোনালী হয়।

একটা শৈশব একটা
 একটা  বেহিসাবী  যৌবন থেকে পড়ন্ত বিকেলের
হাত ধরে হাঁটুতে ব্যাথা।
কার হাত চলন্তিকা সময়ের ,স্বজনের না তোর
কোন সময় চলন্তিকা।
নিয়মিত আঁকিবুঁকি হিসেবের লেনদেনে বিছানা বালিশ সম্বল জীবন
হাসি পাচ্ছে  চলন্তিকা।
এইটাকে কি জীবন বলে সোনালী পালকের দিন
উদ্বৃত্ত যদি থাকে সেটা সংশয় ,ভগ্নাংশ পাটিগণিত ভাষায়।
আজকাল খুব হেসেবি হয়েছে সময়
ভালোবাসতে ভুলে গেছে।

নিয়মের অনিয়মিত মালভূমি
হিসেব নিকেশ ছেড়ে দরজা বন্ধ করে বসি।
হিসেবের যোগফল আর বিয়োগ সেরে সারাংশে জীবন
বাঁচতে চাই সবাই।
হিসেব মাফিক কোনো সোনালী আকাশের স্বপ্নে
চলন্তিকা তুই হয়তো  আকাশ সেখানে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...