Sunday, January 10, 2016

অহংকার

অহংকার
.............. ঋষি
================================================
সর্বাঙ্গ সুন্দর কোনো রমনী দেখেছি আমি
কিন্তু এমনতর অহংকার।
চিতার আগুনে চিতোর থেকে চিত্রহার হতে পারে
অথচ মুখ তুলতে বাঁধে।
ঠিক যেন এক সুঁচ এফোঁড় ওফোঁড় হৃদয়
আপদকালীন ঘন্টি।

পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি
অবাক হয়ে ভাবি কি ঝাঁঝ মাইরি পুরো লাল লঙ্কা।
অবাক হবেন প্লিজ
অনুভবকে লুকিয়ে রাখতে নেই যাচ্ছেতাই হবে।
যেমন হচ্ছে সকলের ঘরে ঘরে
ডিভোর্স ফাইল ,তারপর দেওয়া ফিনাইল হৃদয়ের ঘরে।
রমনী তুমি সর্বাঙ্গ সুন্দর হও
সুন্দর হোক তোমার পবিত্রতা ,তোমার ঈশ্বরের প্রতিকী।
তবে কি প্লিজ অহংকারী হও না
হও জীবিত হৃদয়।

সর্বাঙ্গ সুন্দর কোনো রমনী দেখেছি আমি
কিন্তু এমনতর তেজ।
রূপের আগুনে পুড়ে যায় হৃদয়ের লেজে লঙ্কা
আর শ্রীলঙ্কা ছত্রভঙ্গ ঝড়ে।
রমনী এলেন আমার হৃদয়ে শঙ্খ বাজাও ,উলু দেও
অহংকার সময়ের ঘরে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...