Thursday, January 14, 2016

দৃশ্যসম

দৃশ্যসম
.................... ঋষি
==================================== 
(১)
.
স্বাগত শ্বাশত 
বাঁধ ভাঙ্গার আড়ালের রুদ্ধশ্বাস প্রতিক্ষা। 
সময় আন্তরিক বিষাক্ত সোহাগ 
নির্বাক দৃশ্য। 
.
(২)
.
অন্তরায় সময়ের গায়ে কালসিটে চলন্তিকা 
হে নারী তুমি উর্বসী সম। 
ক্লান্তি পথে নীলকন্ঠ 
সহজ দৃশ্য। 
.
(৩)
.
রাত কখনো আসে নি সময়ের আগে ও পরে 
বিবর্তনের ইতিহাস বাউন্ডুলে ভাবনার মোড়কে।
অনুষ্ঠানের গায়ে লাগা উদ্বোধন খিদের
সার্বিক দৃশ্য। 
.
(৪)
.
এক পাও যায় না ,দু পাও 
তবু পায়ের সাথে কদম মিলাও ,মিলাও কদম। 
সময়ের স্রোত গায়ে অন্ধকার 
অন্ধকার দৃশ্য। 
.
(৫)
.
বোবা এডিসন সাহেব দরজার আবিস্কারে 
অন্ধকার ছিঁড়ে আলো আসছে। 
পিন ড্রপ সাইলেন্স ,ফায়ার 
রক্তাক্ত দৃশ্য। 
.
(৬)
.
সময় চিরদিনের এগিয়ে যাওয়া আবর্তনের 
বিবর্তন সম্ভব সার্বিক চেতনায় 
নতুন সূর্যের প্রথম আলো
সম্পূর্ণ দৃশ্য 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...