Thursday, January 14, 2016

এক বিন্দু জীবন

এক বিন্দু জীবন
................ ঋষি
=============================================
যে কাউকে
নিদিষ্ট শিলালিপিতে ফটিকের কল্পনা অহল্যার বুক
অভ্যাসে জীবন।
সারা বিশ্ব যদি মাদার টেরিসা হয়ে যায়
সামনের অচলয়াতন অনাথ শিশুটার মুখে হাসি
চোখের জলে পাথর ভাঙ্গে অহল্যা হাসে।

যে কাউকে
একটা জীবনে পরম প্রিয় ঈশ্বর করা যায়।
জাত ,ধর্ম ,অভিন্ন হৃদয়ের নগ্ন ভিখারিনীর বুকে অর্ধেক চাঁদ
জ্যোত্স্না সারা পৃথিবীতে,
গভীরে উত্তরণ মানুষ আর মাদার টেরিসা বোধ।
যে কাউকে
কোনো শ্রমিকের ঘামে যদি একটা পৃথিবী গড়া যায়
মৌচাকের গভীরে সুখী মৌমাছি সংসার।
মধু গড়িয়ে নামে
মিষ্টি কোনো শৈশবে কন্যা ভ্রুণ
হামাগুড়ি দিয়ে অহল্যা সময়ের কাছে।

যে কাউকে
নিদিষ্ট সময়ে দাঁড়িয়ে হুঙ্কার প্রতিবাদ সময়ের নর্দমাকে
অভ্যাসে শিরদাঁড়া।
সারা বিশ্ব যদি মাদার টেরিসার মতন হাসে
কালি মাখা শৈশবের হাতে বর্ণপরিচয়
চোখের সামনে গড়িয়ে নামে এক বিন্দু জীবন অহল্যার। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...