Sunday, January 17, 2016

আকাশের কাছে

আকাশের কাছে
............ ঋষি
=============================================
এমন করে আকাশ দেখতে হয় নাকি
আকাশেরও লজ্জা করে।
এমন করে জীবন দেখতে হয় নাকি
জীবন যে  বদ্ধ ঘরে।
এ সেই কবিতা যা আকাশের গায়ে লেখা আছে
কোনো গভীরতা।

নিজের জানলা খুলে জীবন দেখা
কোনো উপন্যাসের শেষ পাতায় না মেলা কল্পনারা।
সব অযৌক্তিক
যেমন অযৌক্তিক আকাশ দেখা গভীর প্রেমে।
আকাশের প্রেমে
মুঠোয় করে আকাশ ধরা যায় নাকি।
একটা জীবন যদি আকাশ হয়ে যায়
তবে আকাশের নীলে হাজার ছবি ,জল ছবি।
ছবির রং
জীবনকে আকাশ ভাবা যায় নাকি।

এমন করে দেখতে হয় নাকি
আকাশ কি মেঘে ঢাকা তারা না তারায় ঢাকা জীবন।
এখানে সর্বত্র রাখা গভীরতা
যেখানে তলিয়ে যেতে হয় কখনোবা মরে।
কিন্তু আকাশ ধরা
না ,সে কোনো রূপকথার মতন রাজপুত্রের গল্প। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...