Wednesday, January 20, 2016

সভ্যতার নামে

সভ্যতার নামে
.............. ঋষি
==========================================
ছাদের কার্নিসে দাঁড়িয়ে এক বেয়াড়া আদিখ্যেতা
নেমে আসতে ইচ্ছে করে নিচে ,
খুব নিচে।
ভাসতে ভাসতে কোনো ঘুড়ির মতন
কোনো অজানা দেশে ,অজানা সফরে
কোনো এক ইচ্ছার সাথে ।

এ আবার কি ইচ্ছা
জীবন যদি ফুরিয়ে যাওয়া কবরের ইতিহাস হয়।
আমি সেই ইতিহাসে সদ্য জন্ম গোলাপ
আমার লাল রং ,লাল সুরভী ,লাল চোখে দেখা পৃথিবী
আজব আদপ কায়দা।
নিয়ম আর নিয়ম ,বাকি টুকু সত্যি অনিয়ম
যেমন অনিয়ম এখন সত্যি বলা।
এমন হাজার অনিয়মের মতন প্রেম আমার কাছে
একবুক নগ্নতা ছাড়া কিছু নয়।
সত্যি প্রেমে আমি  এপাড় ওপাড় দেখতে পাই
মাঝখানে কোনো পাড় নেই বিশ্বাস ছাড়া।

ছাদের কার্নিসে দাঁড়িয়ে এক বেয়াড়া আদিখ্যেতা
ইচ্ছে করে নেমে যায় নিচে।
কিন্তু সত্যি নামা হয় না ভাসতে কাটা ঘুড়ির মতন
নিয়মে আটকে যায় ,অনিয়মের সভ্যতায়।
লটকে থাকি কোনো বৈদ্যুতিক তারে
সভ্যতার নামে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...