Tuesday, January 12, 2016

এত কথা

এত কথা
............... ঋষি
=======================================
এতকথা বলতে পারি না
রাস্তায় দাঁড়িয়ে সারা রাস্তায় সুসু করতে পারি না।
এত হিসেব রাখতে পারি না
দেশ আর পরস্ত্রীর পার্থক্য বুঝি না।
এত জ্বালা লিখতে পারি না
জীবন আর যন্ত্রণার নিয়ম বুঝি না।

একটা জীবনের খোঁজ করছি কোনো এসাইনমেন্ট  ছাড়া
একটা এনগেজমেন্ট বলা যায়।
যেখানে জীবনকে নিতান্ত সরলতায় ভালো রাখা যায়
পাতার পর পাতারা সব জীবিত কবিতায়।
নির্দিষ্ট অবয়বে ফুটে ওঠা প্রেমের ভূমিকায়
চলন্তিকা তোর বুকের ওমে পাহাড় দেখা যায়।
দেখা যায় সূর্যোদয়
ফুরিয়ে যাওয়া কবিতার মতন মৃতপ্রায় কবি।
মাথা রেখে নিভৃতে অনন্ত কবিতায় চলন্তিকা তোর বুকে
কোনো একদিন স্বপ্নের সকালে।

এত কথা বলতে পারি না
রাস্তায় দাঁড়িয়ে সকাল দেখি অথচ সূর্যোদয় কই ?
নিয়মকরে দিনের শেষে বাড়ি ফিরি
অথচ বাড়ির দেওয়ালে আমার মতন অন্য কেউ।
এত কল্পনা করতে পারি না
কল্পনারা বাড়ি বয়ে চলন্তিকাকে প্রপোজ করে বারংবার। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...