Wednesday, January 6, 2016

কাকতাড়ুয়ার মত

কাকতাড়ুয়ার মত
............... ঋষি
===============================================
অভিমান কি গলে নামা লাভা
না গলতে থাকা মোম।
সদ্য পুড়তে থাকা সময়ের পাতা থেকে মুহুর্তদের তীরন্দাজী
সময় লক্ষ্যে দাঁড়িয়ে।
ঠিক কোনো জীবিত কাকতাড়ুয়ার মত
তাড়িয়ে বেড়ানো হতচ্ছাড়া মন।

নির্দিষ্টতা কোনো অনিবার্য সময়ের আঘাত
তবে জানা দরকার এই শহর ছেড়ে আরো অনেক দূরে
চলো কোথাও চলে যাই ।
এই সময় ,এই সমাজ ,এই দূরত্বে দ্রবীভূত সম্পর্কের মানে
অভিমান আর মন খারাপ।
মনখারাপ আর যাচ্ছেতাই
এক আকাশ দূরত্বে সময়ের বাঁচতে চাই।
কাকতাড়ুয়ার মত
নিজের মাঠে ,নিজের ঘাটে ,নিজের লঙ্কায় আগুন লাগিয়ে।
পুড়ে ছাই
এই মন তুই যাচ্ছে তাই।

অভিমান কি শুকনো বরফের মতন
নাকি হৃদয়ের মর্গে শুয়ে থাকা শরীর।
যে শরীরে সর্বত্র জুড়ে আছে ছোপ ছোপ দাগ
সময়ের কার্পন্যে যে শরীরের নেই কোনো পরিচয়।
একটা সুত্র আছে মাত্র অভিমান
এই মন। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...