Wednesday, January 6, 2016

পিঁপড়েদের দেশ


পিঁপড়েদের দেশ
............... ঋষি
==============================================

পিঁপড়েদের দেশে দাঁড়িয়ে আছি
সামনে সার দেওয়া পিঁপড়ের বাসা ,একটা জীবন চক্র।
শান্ত আহরণে শান্তি
অদ্ভূত একটা নিয়মবদ্ধতা স্বাবাভিক বেঁচে থাকা।
কোনো অনিয়মের প্রত্যাশা এখানে করাই বাহুল্য
সেই একমাত্র মানুষ ছাড়া।

সব ঠিক থাকলে আমি ভুল হয়ে যাই
একপাও নড়তে পারি না ,পিঁপড়েরা এবার খামচে ধরে অস্তিত্ব।
 জীবন ,জীবিত ,রক্তবিন্দু তুচ্ছ করে
আমাদের বেঁচে থাকার ব্যস্ততা সাজানো সিমেন্টের মেঝের মতন।
কিন্তু মেঝের তলায় অবিরাম একটা ব্ল্যান্ক পোরসান
টালমাটাল পা ,পায়ের তলায় মাটি।
ধুলোচাপা শান্তির সভ্যতা পিঁপড়েদের নিজস্ব বাঁচা
আর আমাদের বাঁচা অন্যের নামে কোনো ম্যানিকুইনের মতন।
ঝা চকচকে পরিবেশে কেমন একটা বিষাক্ততা
কিন্তু ধুলোর জীবনের একটা টান সকলের মনে থাকে।

পিঁপড়েদের দেশে দাঁড়িয়ে আছি
হিসেব করেছি ক্রমশ বিলীন সভ্যতার ম্যাপে আঙ্গুল রেখে।
জানি আঙ্গুল করা আমার সহজাত না
বরং সহজাত এড়িয়ে যাওয়া নিজের শিরদাঁড়া সন্ধিতে।
হাতে করে গ্লোবটা একবার ঘুরিয়ে দেখি
পিঁপড়েদের সভ্যতায় নিজেকে না খোঁজাটা বাঞ্চনীয়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...