Wednesday, February 10, 2021

গো ল



 গো ল 

... ঋষি 


লাট খেয়ে পরে আছি 

লাশ হয়ে পরে আছি এই শহরের জমানো জঞ্জালের স্তুপে ,

নির্ভীক আলোচনা 

পৃথিবীর এক আশ্চর্য সঙ্গদোষ আবিষ্কার করেছি। 

অন্ধকার ঘরে শরীরটাকে সার্কাসের মজাদার ক্লাউন মনে হয় 

চোখ বুজছি, চোখ খুলছি।

.

এযাবৎ অনেককিছু আবিষ্কার করা হলো 

মনে হয় এ শহরের প্রতিটা  ঘরের ভিতর একটা মাঠ

মাঠের ভিতর হাজার ভাবনার জোনাকি ।

আলো জ্বলছে, আলো নিভছে।

জিভ ভেঙচে তাকিয়ে আছে পরস্পর, 

আমি আর এ শহর। 

.

পরম্পরায় মাঠের খসে পড়ছে তারা 

না জোনাকি 

না স্বপ্ন,

ভাবনার মতো মনখারাপের রঙে আজকাল ছড়িয়ে পড়ছে ব্ল্যাক জেদ অন্ধকার ,

বেয়ারা অন্ধকার।  

অন্ধকার একটা একাকিত্বের গান 

চোখের সামনে ঘরের ভিতর মাঠগুলো হঠাৎ জনকল্লোলে ফিরতে পড়ছে 

গোল ,বাইপাসে দাঁড়িয়ে জীবনটা ছিটকে পড়লো লক্ষ্যে 

গোল। 

.

অন্ধকারের ভাবনা 

ভাবতে ভালো লাগছে মানুষ নেই এ শহরে ,

এখন কোথাও সত্যির মিছিল নেই,বিদ্রোহ নেই 

সব কেমন বাসি পচা এক কবিতার মতো পরে আছে শব্দের জঞ্জালে । 

তোমায় ভালো বাসছি পাচ্ছি না 

মাঠের ওপাড়ে ঘর ঈশ্বর শব্দটা মাইকে দাঁড়িয়ে একলা 

চিৎকার করছে জনরোষ 

গোল ,

অনশনে জীবন, ঘুম নেই 

তুমি নেই তাই ,কোথাও যেন লক্ষভ্রষ্ট গোল পোস্টের দিকে কিক। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...