Saturday, February 20, 2021

বারুদ



 বারুদ 

... ঋষি 


সময়ের বারুদের বিস্ফোরণ বাকি 

বারুদ নিয়ে আজও বাকি ছেলেখেলা ,

বারো দু গুনে চব্বিশ ,দু ডজন গল্পের হত্যাকারি ,

তবে দিন আর রাত। 

 অ্যান্টিবায়োটিকের ডিহাইড্রেশনে জমাট হ্রদের ওপর দিয়ে

গড়িয়ে যায় পবিত্র আত্মার বাথরুমের ফ্ল্যাশ। 

.

গোরি তেরা গাঁও বড়া পেয়ারা 

ঘন্টা -দুঘন্টায় জমাট বৃষ্টি হতে পারে আমার শহরে ,

গরমের দেশ এটা ফায়ার প্লেস দরকার নেই 

দরকার সিঁথিতে সিঁদুর দেওয়া একটা নাতিশীতোষ্ণ সমাজ ,

তারপর বাকিটা কয়েকমুহূর্ত 

থিওরি অফ ভোকাবুলি ,মানুষ শব্দের খোরাক। 

.

আলোভরা জেল ;

কয়েক মুহুর্ত শুধু, 

আরবার,

গেরস্থের বাজার ছুঁয়ে আকাশ ছোঁয়া সেই পেঁয়াজ ,

তাইতো পেঁয়াজী সেও দামি। 

আমার মতো কেউ কেউ বোঝে না 

বসিরহাট বনাম কলকাতা কিংবা বনগাঁ থেকে কলকাতার ডেইলি ট্রেন 

আর জার্নি অফ খালিপেট। 

রাজমা ও কিডনির কলামকারি একেকটি ফ্লাইওভার ডিশ 

এই শহরে একলা থাকতে কেচাপ লাগে না

লাগে লোহালক্করের ক্রমাগত চিৎকার । 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...