Saturday, February 20, 2021

বারুদ



 বারুদ 

... ঋষি 


সময়ের বারুদের বিস্ফোরণ বাকি 

বারুদ নিয়ে আজও বাকি ছেলেখেলা ,

বারো দু গুনে চব্বিশ ,দু ডজন গল্পের হত্যাকারি ,

তবে দিন আর রাত। 

 অ্যান্টিবায়োটিকের ডিহাইড্রেশনে জমাট হ্রদের ওপর দিয়ে

গড়িয়ে যায় পবিত্র আত্মার বাথরুমের ফ্ল্যাশ। 

.

গোরি তেরা গাঁও বড়া পেয়ারা 

ঘন্টা -দুঘন্টায় জমাট বৃষ্টি হতে পারে আমার শহরে ,

গরমের দেশ এটা ফায়ার প্লেস দরকার নেই 

দরকার সিঁথিতে সিঁদুর দেওয়া একটা নাতিশীতোষ্ণ সমাজ ,

তারপর বাকিটা কয়েকমুহূর্ত 

থিওরি অফ ভোকাবুলি ,মানুষ শব্দের খোরাক। 

.

আলোভরা জেল ;

কয়েক মুহুর্ত শুধু, 

আরবার,

গেরস্থের বাজার ছুঁয়ে আকাশ ছোঁয়া সেই পেঁয়াজ ,

তাইতো পেঁয়াজী সেও দামি। 

আমার মতো কেউ কেউ বোঝে না 

বসিরহাট বনাম কলকাতা কিংবা বনগাঁ থেকে কলকাতার ডেইলি ট্রেন 

আর জার্নি অফ খালিপেট। 

রাজমা ও কিডনির কলামকারি একেকটি ফ্লাইওভার ডিশ 

এই শহরে একলা থাকতে কেচাপ লাগে না

লাগে লোহালক্করের ক্রমাগত চিৎকার । 



No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...