ছেঁকা
... ঋষি
যেখানে ইশারা করেছো,থামাতে চেয়েছি সময়
তবুও প্যাসিফিক সভ্যতার বাহুডোর আজ যেন সেই সিন্ধুতেই আটকে।
যে ভাবে ঘেঁষে বসলে অকেজো হয়ে স্নায়ু
ঠিক যে ভাবে ছেঁকা দেয় বুকের ভিতর নিকোটিন প্রেম
ঠিক সেই ভাবে এই সিন্ধু সভ্যতার দেশে
ভিক্ষা রাজমন্ত্রে দীক্ষিত হয়।
.
ছেঁড়া বিকেলের টুকরোয়, গট গট করে আস্ত বিকেল হারায়
জানি না কোথায় তার লুকোনো ,
তবুও প্রতিদিন দাম্ভিক আচরণে বিরক্তির ল্যাম্পপোস্ট জ্বলে ওঠে
খান কতক পোষা কুকুর রাস্তার পাশে গুঁড়ি মেরে অপেক্ষা করে
এই শহরের খিদে বাড়ছে প্রতিদিন
বাড়ছে সিন্ধু সভ্যতার শোক।
.
কাউকে পাত্তা দেয় না এই কবিতা
কাউকে পাত্তা দেয় না এই সভ্যতা
সীমান্তে পরে থাকে অজস্র প্রেমিকার মৃত মুখ ,মৃত স্তন ,মৃত যোনি ,
অদ্ভুত শিহরণ
কাঁপতে থাকে নিজের গভীরে এক দাম্ভিক মেরুদন্ড।
ভাঙা কাঁচের গেলাস, দুমড়ানো চামচ,
আধ খাওয়া বয়ামের ভেতর আরো আধ খাওয়া বিস্কুট
ডার্ক চকোলেটের সেই স্বাদ
বিস্বাদ জীবন।
ভয়ঙ্কর রকমের হাতটান নিয়ে একটা মেসিন চলেছে
জং ঠেলে ঠেলে আল জিভ ছুঁয়ে যাচ্ছে তিন রোজ আগের সেই সাথে থাকা ,
কখন জানি না শব্দের ছোট ছোট ডিম ফুটে,চিঁ চিঁ করতে করতে,
গলা সেজে উঠবে চিৎকার
বলবে
এই সভ্যতা আমার নয় ,আমার ছিল না কোনোদিনই।
No comments:
Post a Comment