Thursday, February 18, 2021

কৃপাদাসী

 


কৃপাদাসী 

..ঋষি 


বলতে পারি না তোকে কৃপাদাসী 

আয় কেমন বেঁচে আছি দেখে যা এই পৃথিবীর আঁধারে ,

আয় দেখে যা আমার বুকের ১০৮ এ 

অজস্র কিছু অলিখিত চুক্তির কেমন করে দিনযাপন। 

.

কৃপাদাসী তুই জানিস আমার শহরে আজকাল ২২ সে শ্রাবন 

অনবদ্য ভালোবাসার মুখে ভাত দিয়ে 

আমার মতো কেউ অপেক্ষা থাকে যৌবনের ,

মুহূর্তের সঙ্গমের 

তারপরে কি করে জানি একটা গোটা দিন শেষ হয়ে যায় 

আমি বৃদ্ধ হয়ে ফিরে আসে নিজের ঘরে 

প্রতিবারে। 

.

প্রতিবারে কৃপাদাসী এই বুকের গ্রীষ্মে তৃষ্ণার্ত কাক 

ঈশপের গল্প খোঁজে 

খোঁজে জল। 

তোকে আর কি বলবো কৃপাদাসী 

আজ শত সহস্র বছর আগে যে মহাকথন মহাভারতে 

লেখা হয়েছিল অর্জুন ,

লেখা হয়েছিল কর্ণ 

লেখা হয়েছিল পাঞ্চালি ,কুরুক্ষেত্র আর সর্বনাশ ,

সেই সর্বনাশে ধর্ম আমার বুকে

তাই তো আজও ২২ সে শ্রাবনে হাজারো কবিতা জন্মায় 

অথচ কবির মৃতদেহ রওনা হয় একলার খোঁজে। 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...