Saturday, February 6, 2021

City of Silence

 


City of Silence

... ঋষি 


ক্লোরোফিলে শহর ঢেকে যাক 

তোমার শহরের মানচিত্র আঁকছিলাম নিজের মতো করে 

সাদা কাগজে অবিরত পেন্সিলের উল্টোপিঠ ঘষে গেছি ,

কোন দাগ পড়েনি কোথাও,

সেই সালোকসংশ্লেষ শব্দটা শুধু গাছদের হয় 

কিন্তু গাছেদের সঙ্গম ?

তোমার থেকে আরো দূরে ঠেলে রেখেছে আমাকে। 

.

উজ্বলদা বলে ভালোবাসা বলে কিছু হয় না  

ছায়াঘন চোখের রাজপথ থেকে গলি-উপগলি পেরিয়ে

আজকাল মানুষের একটা আতঙ্ক ,

আমি ভাবি বেদনা 

তোমার গেরস্থ জীবনের পর্যায়ক্রমে সালোকসংশ্লেষ লেখে 

সন্তানের মুখ 

আর শরীর সেখানে আঙুলে লাগানো দারিদ্রতা। 

.

নিমগ্ন পাঠে খুঁজেছি রবীন্দ্রনাথ 

শব্দের অর্ধস্ফুট বর্ণমালার ঘ্রাণ,প্রাণপাত করা শৈশব

তুমি সেখানে মঞ্চ কাঁপাচ্ছো ,

সাধারণ আমি দড়ির বাইরে দাঁড়িয়ে চেয়ে আছি প্রতিমার মুখের দিকে। 

জানো তো চলন্তিকা যন্ত্রণাগুলোকে ঘুম পাড়িয়ে রাখা যায় 

সত্যি বলা যায় না,

এই  হট্টগোলের পৃথিবীতে আমি শুধু কবিতা লিখে গেলাম 

বিস্ফোরণের আশায়। 

মুঠোর ঘর্ষণে সমস্ত সবুজ ঝরে গেলে

কথা ফুরিয়ে যায় ,

বরফে চোবানো বোতলটা আবারও শীতকাল খোঁজে ক্লান্ত শরীরে 

খোঁজে ঘুম ,

স্বপ্ন শালিখের তোমার উঠোনে খুঁটে খাওয়া পাতে 

আজকাল রক্ত বৃষ্টি নামে 

সকাল বিকেল শব্দরা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় 

ভূমিকায় তুমি অনেক আগেই বলেছো 

ভালোবাসা শব্দটা আসলে  City of Silence । 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...