সেন্ট ভ্যালেন্টাইন
,,,, ঋষি
নিরীহ দুপুর কাটে পাশের ফ্ল্যাটের দেওয়াল ধরে
দেওয়ালের ওপাশে আমার প্রেমিকা থাকে ,
কস্তুরী নাভি ,
মাইকেল এঞ্জেলো ,ক্লোডি মনেট ,পিকাসো
তুলে নেওয়া প্রাচীন তুলিতে ,টুকে নেওয়া নতুন কাগজে
কিছু দাগ সারা শরীর জুড়ে হৃদয় নিংড়ে নেয়।
.
সহমরণে যাবো
প্রাচীন অন্ধকার পৃথিবীর পাতায় হেঁটে চলা নরনারী যুগল ,
গাধার জীবন
অথচ ব্যস্ততা নিয়ম করে মনে করিয়ে যায় কর্পোরেশনের জল ,
তোমার স্নানের ঘরে
আমার মতো আজকাল রক্ত বৃষ্টি হয়।
.
অলস সূর্য ,ক্রমাগত বোঝাপড়ায় সৈন্যদের ঘুম
সামনে পাতা দাবার বোর্ড ,
ভালোবাসা কেন যে প্রেমিকের রক্ত চায়
সেন্ট ভ্যালেন্টাইন
একহাতে তুলে নেন স্টেথোস্কোপ অন্য হাতে ধর্ম
অথচ আমাদের বর্ম
সাজানো গোলাপ ফুল।
গোটা পাড়া কৌতূহলে যায়,পানশালায় অনবরত ব্যর্থতার চিৎকার
সেন্ট ভ্যালেন্টাইন মারা যান
চিৎকার করে মন
একটা ভালোবাসার দিন ,কেন যে একটাই।
No comments:
Post a Comment