Friday, February 26, 2021

প্যাস্টেল কালার

 প্যাস্টেল কালার 

... ঋষি 

.

প্যাস্টেল কালারের কলোনি দিয়ে হেঁটে চলেছি একলা 

গড়িয়ে পড়ছে ভিড় ,

একটা হলুদ শহর লুকিয়ে আছে চেতনার বুকে 

সকলেই কবি হতে চায় না 

সকলেই কবি হয় না 

বুকের বন্দরে ছয়হীন  নৌকো এসে দাঁড়ালে মানুষ কবি হয়ে যায়। 

.

সবুজ ডোরাকাটা মেট্রো 

সপ্নের সিঁড়ি বেয়ে ফেলে আসা আসনের ঈশ্বরের খোঁজ ,

ট্যাকসি এসে দাঁড়িয়ে থাকে রোজ আমার ঘরের উঠোনে 

হলুদ ট্যাক্সিতে মন ভরে না ,

সর্বনাশ শব্দটা বোধ হয় আমার কলমের নিবে 

ভাবনা নামে বাঁচে। 

.

পুরোনো কবিদের ফটোফ্রেম থেকে আজকের তিলোত্তমা 

বস্তি হারা মন ,ঝাঁ চকচকে শহর ,

তবুও প্রতিটা ঋতুর ভিতর শ্রাবন দাঁড়িয়ে থাকে 

দাঁড়িয়ে থাকে সেই লোটাকম্বলের লোকটা ,

নিঃস্ব নিজের কাছে 

চুইংগামের রোগ। 

প্যাস্টেলের প্রতিটা আলাদা রং 

আলাদা সব অর্থ ,

সকলের ফ্যান্টাসিতে বাস করা দাঁতের রোগ 

রোগ মাংসের 

সকলে জনার্দন হতে পারে না মাতাল শব্দের খোঁজে 

কেউ কেউ মাতলামিতেও মৃত্যু খোঁজে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...