Tuesday, February 2, 2021

ব্ল্যাকহোল

 



ব্ল্যাকহোল 

... ঋষি 


তোমার চোখের পাতায় সময়  দাঁড়িয়ে

দাঁড়িয়ে অধিকার ,

শ্যামলা গাঁয়ের ছেলেটা তোমাকে ভালোবাসতে বাসতে  

কখন যেন শহর লিখে ফেললো ,

লিখে ফেললো আগামীর বদলানো সময় এই শহরের প্রতিটা খুঁপড়িতে 

যেখানে ভালোবাসা কোনো অধিকার নয় 

কোনো চুক্তি নয় 

শুধু একটা আকাশ। 

.

তুমি দাঁড়িয়ে আছো দূরে 

who is that one ?

সাংবিধানিক ,তোমার পাশে এইটা ব্ল্যাকহোল 

তলিয়ে যাচ্ছি। 

জৈবিক ক্রিয়ার বাইরে দাঁড়িয়ে আছি আমি তোমার বাড়ির নিচে 

আর তুমি শুয়ে আছো আলাদা আলমারির তাকে পুরোনো নিপথিলিনের গন্ধে 

আর 

আলতামিরার গুহায় আদিম প্রেম নতুন সভ্যতা আঁকছে। 

.

সভ্যতার ষাঁড় 

স্বাধীন ভারতবর্ষের পথে ঘাটে ছড়িয়ে আছে সামাজিক পুরুষ,

ধর্মের গোঁড়ায় ফুঁ ফুঁ 

পাখি উড়ছে তোমার প্রাপ্ত বয়স্ক স্তনে,

আকাশ হারিয়ে ফেলছে নীল রং কেমন একটা ক্লান্তিতে।  

তোমাকে বলেছি, বলেছি মেঘের কথা

তোমাকে দিয়েছি হাজারো প্রতিশ্রুতি ,

প্রতিশ্রুতি একটা গাছ যা মেঘের আড়ালে কোথাও স্বার্থপর। 

গড়িয়ে নামা তোমার ঠোঁট বেয়ে রক্ত 

আমার ঠোঁটে লেগে যায় ,শুকিয়ে গিয়ে মাছি ভনভন করে ,

তোমার প্রতিটি আদরের মুহূর্তে  

সময় বিরোধী ,উষ্ণ ভালোলাগা ওঠানামা করে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...