ব্যস্ত এই শহর থেকে
... ঋষি
বিচলিত কিছু মুহূর্ত
আমার জানলে পাশ দিয়ে হওয়ার মতো চলে যায় ,
ভিক্তোরিয়ার সিংহের দেওয়ালের পাশে দাঁড়িয়ে
আমি খুঁজে পাই এই শহরের পরিচিত আত্মা।
সাজানো ,গোছানো ফোটোফ্রেমের পরিচয়ে
হাসি পায় জানো
এই শহরের গৃহস্থের বিছানায় শুধু ঘুনপোকা বাস ।
.
এ শহরের কোনো উপপাদ্য নেই
নেই ঘাড়ে মানুষের মাথা
এই শহরের সিংহরা শুধু দিন গোনে আলিপুরের খাঁচায় ,
আর এ শহরের ব্যাথায়
অগুনতি সিগারেটের ফিল্টার পোড়ে যন্ত্রণার নিকোটিনে
দূর থেকে চলে যায় জীবন বলে ভদ্রলোক
কিন্তু ঘড়ির কাঁটায় কারোর অধিকার ছিল না কোনোদিন।
.
আসলে অলস দুপুরের আলসেমি
বাংলাভাষার শব্দের যন্ত্রণারা ছড়িয়ে পড়ছে সময়ের কেলেঙ্কারিতে ,
ধুস ভালো লাগছে না
ঠিক এমন একটা ভাবনা বোধহয় মানুষের সবচেয়ে কাছের
আর তারপর
ঘুমহীন অন্ধত্ব।
নীরবতা ,শ্রদ্ধা ,অঞ্জলি জীবনের চর্যাপদ
ছোটবেলায় সেই গীটারের স্ট্রিংগুলো আজকাল বড্ড বুড়ো হয়ে গেছে,
বুড়ো হয়ে গেছে মানুষের ভিতর শুয়ে থাকা মানুষগুলো
কেমন যেন অসহায় যোদ্ধা সব ,
সময়ের এপারে দাঁড়িয়ে কারোর শুধুই অহংকার
আর কারোর আবদার
অথচ কি যেন গৃহস্থ পুতুলগুলো আজকাল এই শহরে
খেলনাবাটি ছেড়ে রাজনীতি শিখছে।
No comments:
Post a Comment