Thursday, February 4, 2021

৪ ই ফেব্রুয়ারী

 


৪ ই ফেব্রুয়ারী 

  ... ঋষি 


শীতের মেঘ 

 ৫ টে ৩৬ মিনিট। অফিসের দেরাজ খুলে তুলে নিচ্ছি আর কিছুক্ষন,

সামনে পরে হিসেবের খাতা ,ডেস্কটপের পর্দা ,

আজ ৪ ই ফেরুয়ারী ,

না কোনো মহামানবের জন্মদিন নয় 

তাই সম্পাদকীয় কলমে সময় লিখতে হবে আজ। 

.

অফিসের চার তলার  কাঁচের বাইরে 

সারি দেওয়া কেঁচোর মতো সরতে থাকা মানুষের দৈনন্দিন 

বেশ মজাদার  ,

যদি ভাবনার গতিতে নদী বাহিত সময়ের নুড়িগুলো এই বিকেলটা ভেঙে দিত 

কিংবা এই কবিতার ভিতর লুকোনো শব্দরা 

আসন্ন সন্ধ্যের আদরে যদি তোমায় জড়িয়ে নিত। 

.

মাঝে মাঝে ইচ্ছে করে 

বন্ধ হোক চিৎকার 

কিংবা ইচ্ছে করে সময়ের আয়নার সামনে দাঁড়িয়ে 

জ্যামিতির ত্রিলোচন স্যারকে দেখতে,

ইচ্ছে করে কয়েক কলম সনেট 

কিংবা অলীক। 

তোমার গভীরে শুয়ে থাকা মেঠো পথ 

ঘরকন্না ,বাসনকোসন ,ম্যাজিস্টিক তোয়ালেতে তুমি রাজকন্যা 

পিঙ্ক সিল্কের অগোচরে বয়ে চলা হুসহুসে বাতাস ,

আমি বিবর্তনের রচনা 

অনর্গল শব্দের বৃষ্টিতে আজ চার ই ফেব্রুয়ারী 

একটা হাঁপিয়ে ওঠা ক্লান্তির দিন  

নিরিবিলি কল্পনায়। 

 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...