Tuesday, February 9, 2021

গাছেদের বাণী

 


গাছেদের বাণী 

.... ঋষি 

.

মধ্যাহ্নে কবি দরজা খুলে টুকে রাখে কবিতার গাছটাকে 

মধ্যাহ্ন নারীর মতো কিছু একটা হবে ,

আমি জানি ধুঁয়ে ,মুছে ক্রমশ সাফ হয়ে যাওয়া হৃদয় বিদারক তানটুকু 

আমার ছেলের গিটারে সদ্য নবস্ফুত আঙ্গুল। 

আমি জানি প্রেমিক শব্দটা এই শহরের প্রতিটি অলিগলিতে জনপ্রিয় 

কিন্তু প্রেমিক হতে গেলে যে গাছ হতে হয়। 

.

মধ্যাহ্নে কবি শব্দসুখে শুনতে পায় প্রেয়সীরের পায়ের শব্দ 

ক্রমশ এগিয়ে আসা প্রেয়সীর মুখ,

ঘরের দরজার এপাড়ে একজন ঈশ্বর তখন পৃথিবীতে দানাপানি খোঁজে 

হঠাৎ ব্যস্ত হয়ে পরে বেঁচে থাকা ,

ঈশ্বর দরজা বন্ধ করে ,

বাইরে হাহাকার এক করুন শহর,

ঈশ্বর বলে তথাস্তু। 

.

মধ্যাহ্নের প্রেম তখন আগুন ছুঁয়ে ঠোঁট রাখে প্রেয়সীর নদীতে 

ঈশ্বর তখন শান্ত হয়ে মিশে যেতে চায় নোনতা জলে ,

শব্দরা আগুন হয়ে ওঠে 

আগুন হয়ে ওঠে এতদিনের জমে থাকা বিপ্লব।

ঈশ্বর আবারো বলেন তথাস্তু 

মারাত্নক শব্দে ঝড় ওঠে সময়ের অলিতে গলিতে 

অশ্রাব্য নিয়মকানুন 

রাষ্ট্রের অভিশাপ 

নারী নির্যাতন ,মুখোশের সভ্যতা ,প্লাস্টিকের সমাজ 

সব সাজানো মিথ্যেগুলোতে  কার্লমার্কস ছুঁয়ে যায়

"History repeats itself, first as tragedy, second as farce."

.

হাসি পায় ভাবতে  

ঈশ্বর আর মানুষের মাঝখানে কবি এক মরুদ্যান খোঁজে 

খোঁজে আগুন মানুষের বুকে 

সময়ের সুখে 

অবিরত রক্তক্ষরণ আর খিদে।   

 

 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...