Saturday, February 20, 2021

আগুন পাখি



আগুন পাখি 
.. ঋষি 
আগুনের ভিতর একটা পাখি ঘুরতে ঘুরতে নেমে আসছে
সুখ খুঁজছে, বুক খুঁজছে 
খুঁড়ে ফেলছে নিজের গভীরে হৃদয়ের সংসার, 
পুড়ছে সময় 
আর বাড়ির ছাদে একটা সময় ক্রমাগত বিভীষিকা 
নির্গত ধোঁয়ায় হৃদয়ের গন্ধ। 
.
আমি দাঁড়িয়ে আছি গোরোস্থানে
অন্ধকার ঝোঁপের আড়ালে পূর্ণিমার চাঁদ নিয়মিত, সামাজিক 
আমি বুঝছি 
আজ আকশের চাঁদে এত কালি, 
এত প্রশ্নচিনহ কেন? 
উত্তরগুলো আমি জানি, সামাজিক। 
.
আগুনের ভিতর একটা পাখি ঘুরতে ঘুরতে নেমে আসছে 
সামনে পিকনিকের ধোঁয়া, 
মাইকে ফুল পাওয়ারে বাজছে " ও মেরি ছম্মক ছল্লু ",
আর কিছুক্ষন 
তারপর সেই বারবিকিউ,লেবু চটকানো তেতো
মদ, ছোঁয়াছে নেশা। 
আসলে এই গল্পটা ফ্লপ চিরকাল
"মেঘে ঢাকা তারা " র স্ক্রিনে অনেক ঋতবিক ঘটক 
অনেক ধৈর্য, অনেক যন্ত্রনা লাগে। 
সময় তুমি শুধু বারবিকিউ  নিয়ে ব্যাস্ত থাকো 
আর আমি না হয় সেই আগুনে পাখি 
পুড়ি সুখে 
পুড়ি দুঃখে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...