সিন্ধু সভ্যতার নারী (১)
... ঋষি
.
সময় বনাম নারী
অতি ছান্দিক পদ্ধতি চলতে থাকা নিয়ম ,
নিয়ম অবতার
নিয়ম রক্ত মাংসের পৃথিবীতে একলা দাঁড়িয়ে কন্যাভ্রূণ ,
আবিষ্কারের দরজা
আগামী প্রজন্ম বলে দেবে যোনির পৃথিবীর দরজা শুধু কি জবানিতে।
.
আমি ঠিক কোথায় দাঁড়িয়ে ?
প্রশ্ন রাখে সিন্ধু সভ্যতার আদিম কোনো নারী ,
কেড়ে নেওয়া অধিকার
বুকের স্তনের মাপের প্রযুক্তি পৃথিবীতে মাদার ডাইরির নতুন সংস্করণ ,
না এমন নয়
নারীর বুকের মাপের বিশ্ব এই পৃথিবীর দরবারে খুদা গাওয়া
শান্তি ,শান্তি।
.
ফ্রোয়েডের পৃথিবীতে একলা দাঁড়ায় শুধু আট ইঞ্চি আরো বারো ইঞ্চিতে
শুধু ইঞ্চিতে পৃথিবীর অধিকার ?আর নারী ?
প্রশ্ন করে সেই সিন্ধু সভ্যতার নারী ,
যে পৃথিবীর আলো ছুঁতে দিতে
পুরুষের সূর্যে ,পুরুষের বীর্যে ঢুকে পরে আধিপত্য ,সাম্রাজ্যের রোগ
শুধু বাৎসন্যায়। শুধু পরিচয়।
অসম্ভব সেই পরিচয়।
নারী মানে আগামী সময়ের কাছে জন্মদাত্রী
নারী মানে বিভাজিত নদীর কাছে সঙ্গমে বিলীন পৃথিবী
নারী মানে একটা বিশ্বকোষ
নারী মানে শক্তি।
নারী মানে পুরুষ তুমি বোঝ তো শুধু অধিকার
কিন্তু কখনো তো বুঝতে চাও না
নারী মানে অর্ধনারীশ্বর ,এক ঈশ্বর ,যার হাজারো রূপে
পৃথিবী বিলীন।
.
জেগে আছে আমার বুকে
এক সভ্যতা ,এক সময় আর এক যুগ ,সিন্ধু সভ্যতার নারী
তোমার পাটাতনে ,সাত সমুদ্র বিলীন
তবু শোক ,
নারী মানে কোনো নারীবাদ নয়
নারী মানে শুভ সবুজ সময়ের গতিতে প্রগতির পায়ের ছাপ।
No comments:
Post a Comment