Sunday, February 7, 2021

বড়শি



 বড়শি 

.... ঋষি 


বড়শিতে গাঁথে যে মাছ 

সে তো বাঁচে নি মুহূর্তের জলের গভীরে নিঃশ্বাসের বুদবুদে ,

এই ভাবে কারণ খোঁজা হয় এই শহরের অনবদ্য জীবনে 

ঘর বদল ,বিছানা বদল ,মানুষ বদল 

না অশ্লীলতা নয় 

শুধু কার্যক্রমে নগ্নতা মানুষগুলোকে একলা করে। 

.

চোখের সামনে তুমি ,আমি 

অথচ সম্পর্ক 

নষ্ট ডাস্টবিনে জমতে থাকা বহুদিনকার প্রাচীন ফসফরাসের গন্ধ ,

ঘুমকে আজকাল মৃত্যু মনে হয় 

আর মৃত্যুকে মনে হয় একটা সংগ্রাম 

বহুদিন না খেয়ে বেঁচে থাকা আকাঙ্খীত ঈশ্বর। 

.

বড়শি দিয়ে এই শহর 

কর্পোরেট ঘুমে লেগে আছে সিমেন্ট বালি আর চাকচিক্য ,

আমি তোমার বুকে একটা জমি খুঁজছি 

বুকের মরশুমে খুঁজে চলেছি প্রিয় জীবনের মতো কিছু 

তবু ঘুম আসছে না 

তোমার ,আমার মাঝে দূরত্ব আজ বালিশ ছাড়িয়েও সামাজিক

শুধু সম্পর্কের ফসিলদুটো 

দুটো আলাদা ঘরে ছিঁটকিনি দেওয়া পরম্পরা ,

কেউ খুলছি না 

কেউ দরজা খুলবো না 

শুধু আলাদা গ্রহে বাড়তে থাকা পারোদে 

একটা করে দিন কেটে যাবে ঠিক 

শুধু ঘুম থাকবে না। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...