মুখোশ
... ঋষি
রাংতায় মোড়া মুখোশ
সবটুকু ভিজে বারুদের বুকে মুখপোড়া আগুন,
আগুন পোড়াও বুক
বিষন্ন বিকেলের ড্রয়িং চারকোলে শহর পুড়ুক নিস্তব্ধতায়,
ট্রাম, বাস থেমে যাক
শহর কুড়িয়ে নিক নির্বাসন।
.
মুখোশের গভীরে মুখ
হাসুক বিকেল চিনে বাদামের খোলা আর একলা সারাবেলা,
অনবরত বৃষ্টিপাত এই বুকে
তোমার বুককেসে রিমেকের কবিতা, কয়েক শত প্রেম
আমার বুকেতে সাজানো
পুরনো, ভাঙা এই শহরের ফটোফ্রেম।
.
রাংতায় মোড়া মুখোশ
তোমার সিঁদুরে সারা রাত পোড়ে, নিহত নিয়নের ভোরে,
একলা অভিসম্পাত।
আমি ভবঘুরে চোখ, খুঁজে ফিরি এই শহরের বুকে একটা মুখ,
সেই মুখ
আগামীর ভোর।
.
মুখোশের গভীরে মুখ
এ দিনটা শেষ হয়ে যাক, নিহত পাখির বুকে কিছু মুহুর্ত,
আমি একবার দাঁড়াতে চাই
তোমার মুখোমুখি, তোমার কবিতায়,
মুখোশ ছাড়া আমি এক ভোরের পাখি
তুমি আমার সকাল।
No comments:
Post a Comment